ঝিনাইদহ কালীগঞ্জে গরু ব্যবসায়ি হোসেন আলী হত্যা মামলার অন্যতম আসামি আবদুল মান্নান ও মন্টু মিয়া কে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। গত ৩ জুলাই কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামের হোসেন আলীর কাছ থেকে ৬০ হাজার টাকা কেগে নিয়ে তাকে হত্যা করে আম গাছের সাথে ঝুলিয়ে রাখে। পুলিশ হত্যার মোটিভ উন্মোচন করতে সক্ষম হয়েছে।
কালীগঞ্জে হোসেন আলী (৬৫) পেশায় একজন গরু ব্যবসায়ি সে বাবরা গ্রামের কয়েক জনের সাথে গরু ব্যবসা করতো। ৩ জুলাই ঝিনাইদহ সদর উপজেলার গান্না বাজারে গিয়েছিল গরু বিক্রির পাওনা ৬০ হাজা টাকা আনার জন্য। টাকা নিয়ে সন্ধার পৌছায় এ সময় তার সাথে ব্যবসা করার কয়েক জনের সাথে দেখা হয়। তারা রাতে একসাথে বাড়ি যাবে পরামর্শ করে। বেশ রাতে বাড়ি যাবার সময় কয়েক জন মিলে তাকে গলায় দড়ি দিয়ে পেচিয়ে হত্যা করে আম গাছের সাথে ঝুলিয়ে রাখে। পর দিন মাঠে এলাকার লোকজন কাজ করতে গেলে ঝুলন্ত লাশর্ দেখতে পায়। পুলিশ লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে পাঠায়।
কালীগঞ্জ থানার ওসি ইউনুছ আলী জানান, নিহত হোসেন আলীর ছেলে আসাদুজ্জামান বাদি হয়ে ২ জনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। পুলিশ বাবরা গ্রামের মন্টু মিয়া ও আবদুল মান্নান কে গ্রেফতার করে ও তারা পুলিশের কাছে স্বিকার করেছে ৬০ হাজার টাকা কেড়ে নিয়ে হত্যা করেছে। পুলিশ অপর একজন কে গ্রেফতার করলে ও তাকে জেল হাজতে না পাঠিয়ে মামলার স্বার্থে রেখে দিয়েছে। হত্যার ব্যাপারে পুলিশ দ্রুত গতিতে হত্যার মোটিভ উদ্ধার করেছে ও আসামীদের গ্রেফতার করেছে। পুলিশ ব্যাপক সাফল্যতার পরিচয় দিয়েছে। পুলিশ বলছে এ ঘটনার সাথে আর ও বেশ কয়েকজন জড়িত রয়েছে তারা পলাতক রয়েছে তাদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে। আশা করছে খুব দ্রুত তাদের গ্রেফতার করতে সম্ভব হবে। নিহত হোসেন আলী কালীগঞ্জ পৌরসভার বাবরা গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে।
হোসেন আলী গান্না বাজারে টাকা আনতে যাবার ব্যাপারে মান্নান ও মন্টু জানতো ফলে তারা পরিকল্পিত ভাবে টাকা কেড়ে নিয়ে হত্যা করেছে। পুলিশ বলছে এ ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদের কোন ভাবেই রক্ষা পাবে না। যে কোন মুল্যে তাদের কে গ্রেফতার করা হবে। যে দু,জন গ্রেফতার হয়েছে তাদের বাড়ি বাবরা গ্রামে। গান্না বাজারে টাকা আনতে যাবার সময় মন্টুর সাথে দেখা করে বলেছিল পাওনা ৬০ হাজার টাকা আনতে গান্না যাচ্ছি। এ কথা শুনে তারা কালীগঞ্জ বাসষ্টান্ডে আসে ও হোসেন আলীর সাথে একসাথে বাড়ি যাবার সময় হত্যা করে।পুলিশ বলছে মামলার তদন্ত এখন ও শেষ হয়নি তদন্তের স্বার্থে তথ্য প্রকাশ করা যাচ্ছে না।