ময়মনসিংহের গফরগাঁওয়ে দিন দুপুরে দুই শিক্ষকের বাসায় তালা ভেঙে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। এতে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরের দল।
ঘটনাটি গত সোমবার দুপুর ৩টায় পৌর শহরের গফরগাঁও-ভালুকা সড়কের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন স্কুল শিক্ষক হুসনে আরা বেগম ও তাহমিনা আক্তারের বাসায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভারইল-গন্ডগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তাহমিনা আক্তার ও দৌলতপুর দাখিল মাদরাসার সহকারি শিক্ষক হুসনে আরা বেগম পৌর শহরের গফরগাঁও-ভালুকা সড়কের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ১০৯/২নং বাসার দু’তলায় পাশাপাশি বসবাস করেন। প্রতিদিনের মত সোমবার সকালে তাহমিনা আক্তার ও হুসনে আরা বেগম বাসায় তালা লাগিয়ে শিক্ষা-প্রতিষ্ঠানে চলে যান। এ সময় সংঘবদ্ধ চোরের দল বাসা দুইটির দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ষ্ট্রীলের ও কাঠের আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। এতে উভয় পরিবারের নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১২লাখ টাকার মালামাল চুরি হয়। পরে বিকাল ৪ টার দিকে প্রতিবেশীরা চুরি হওয়ার বিষয়টি খোঁজ পেয়ে শিক্ষকদের জানায়।
খবর পেয়ে গফরগাঁও থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত শিক্ষকদের অভিযোগ পেয়েছি। চুরির সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।