ঝিনাইদহের শৈলকুপায় মুজিব বর্ষ ২০২০: ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর সহযোগিতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়। ওই সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনির সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার কুন্ডু,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসরাইল হোসেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন, শৈলকুপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মনোয়ার হোসেন মালিথা, রহমত আলী মন্টু, দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল ওহাব সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।