ঝিনাইদহের শৈলকুপায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি মাহাবুবুর রহমান বাবু (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে এক বিশেষ অভিযান চালিয়ে শৈলকুপা থানার সেকেন্ড কর্মকর্তা মাহফুজুর রহমান এর নেতৃত্বে তাকে গ্রেফতার করে বলে কর্মকর্তা ইন-চার্জ বজলুর রহমান জানান। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে শৈলকুপা থানায় মামলা রয়েছেমামলা নাম্বার জি,আর- ৬৩/১১, ধারা- ৩০২ পেনাল কোড। সে যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী।
পরে তাকে বিজ্ঞ আদালতে সপর্দ কররা হয়।