ফুলবাড়ীয়া উপজেলায় ৯জুলাই মঙ্গলবার বিকালে ঝিরি ঝিরি বৃষ্টি উপেক্ষা করে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় সংগীতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা লীরা তরফদারের সভাপতিত্বে স্থানীয় জনপ্রতিনিধি, কর্মকর্তা ,শিক্ষক, মুক্তিযোদ্ধা, ঈমাম, ও সুধীজনদের সাথে মত বিনিময় করেন ময়মনসিংহের নবাগত জেলা প্রশাসক মিজানুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন নেহার, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আবদুল মালেক সরকার, পৌর মেয়র গোলাম কিবরিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন সুলতানা, কর্মকর্তা ইনচার্জ ফিরোজ তালুকদার, উচ্চমাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রমুখ।
এর আগে শিবরামপুর উচ্চবিদ্যালয় ও বাবুগঞ্জ উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ হইতে ৯ম শ্রেণী ছাত্রীদের মাঝে ৪০ টি বাইসাইকেলও অগ্নিকা-ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে জি. আর চেক বিতরন করেন।