নাটোরের সিংড়া উপজেলার লালোর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে লালোর গ্রামবাসী ও ভূমিহীন অসহায় পরিবার দুটি ব্যানারে শতাধিক নারী-পুরুষ। এ সময় মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ কারীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়সহ স্কুলের জায়গা বরাদ্দে ও পুকুর খননে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনেন।
এবিষয়ে প্রধান শিক্ষক মাহবুব আলম তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা দাবী করে বলেন, স্কুলের জায়গা দখল করে কিছু লোক বসবাস করছে তাদেরকে জায়গা ছেড়ে দিতে বলায় তারাই এই মানববন্ধন করেছে। এ বিষয়ে ম্যানেজিং কমিটি ভালো বলতে পারবে বলে জানান তিনি।