মঙ্গলবার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলা সিনিয়র মৎস্য অফিসের আয়োজনে মৎস্য চাষীদের অভিজ্ঞ বিনিময় প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০১৮-২০১৯ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় সিআইজি-নন সিআইজি মৎস্য চাষীদের অভিজ্ঞ বিনিময় প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহাবুবুর রহমান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সুজন বর্মন, ক্ষেত্র সহকারি নূর নবী, বিআরডিবি চেয়ারম্যান ও মৎস্য ব্যবসায়ী মিজানুর রহমান বাবু, স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি মিহির কুমার সরকার, জিল্লুর রহমান, হাফিজুর রহমান, এমএ করিম প্রমূখ।