বগুড়ার আদমদীঘি উপজেলায় প্রথম ধাপে গত ২৭ মে ৩৬৩ জন কৃষকের নাম লটারীর মাধ্যমে নির্ধারণ করা হয়েছিল। মঙ্গলবার দ্বিতীয় ধাপে ২১ হাজার ৪ শত কৃষকদের মধ্যে যারা ১ একর জমিতে বোরো ধান চাষবাদ করেছে এমন ৬০৪ জন কৃষকদের কাছ থেকে সরকারি গুদামে ধান সংগ্রহ তালিকার ভাগ্য আবারও নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত দুপচাচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন এর নেতৃত্বে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে এ লটারী অনুষ্ঠিত হয়। কাঙ্খিত লটারি তে সদর ইউনিয়নে ৩ হাজার ৫ জন কৃষকের মধ্যে পাবে ৮৪ জন, কুন্দগ্রাম ইউনিয়নে ২ হাজার ৪৪১ জনের মধ্যে পাবে ৭২ জন, নসরতপুর ইউনিয়নে ৩ হাজার ৫২৩ জনের মধ্যে পাবে ১০৩ জন, চাঁপাপুর ইউনিয়নে ৩ হাজার ৪৫৪ জনের মধ্যে ৯৭ জন, ছাতিয়ানগ্রাম ইউনিয়নে ৩ হাজার ৯৫১ জনের মধ্যে ১১৫ জন, সান্তাহার ইউনিয়নে ৩ হাজার ৪৩৬ জনের মধ্যে ৯৭ জন ও সান্তাহার পৌরসভায় ১ হাজার ২১৬ জনের মধ্যে ৩৬ জন মোট ৬০৪ জন কৃষকদের নিকট থেকে সরাসরি সরকার ধান সংগ্রহ করবে বলে জানা গেছে। এ সময় আদমদীঘি উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী, মৎস কর্মকর্তা মাহাবুবুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহান শাহ, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।