নওগাঁর মান্দায় জাতীয় শ্রমিক লীগের কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার এ কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় শ্রমিক লীগ নওগাঁ জেলা কমিটি।
দুইবছর মেয়াদী অনুমোদিত এ কমিটিতে স্বাক্ষর করেছেন জাতীয় শ্রমিক লীগ নওগাঁ জেলা শাখার সভাপতি জহুরুল সিদ্দিকী মিলন ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক।
৪৫ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। সাধারণ সম্পাদক পদ রয়েছেন কাজল দেওয়ান ও সাংগঠনিক সম্পাদক পদে আমিনুল ইসলাম। এ ছাড়া সহসভাপতি পদে রয়েছেন শফিকুল ইসলাম, মোশারফ হোসেন, সত্যজিৎ হাওলাদার, হাবিবুর রহমান, সুফিয়া বেগম, খলিলুর রহমান ও হাফিজুর রহমান।
অন্যদিকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম ও রাজু আহমেদ এবং জিয়াউর রহমান জিয়াকে সহসাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।