৪ মাসের মধ্যে দু’বার গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (৯ জুলাই) বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরি ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চে রিটটি উথাপিত হয়নি মর্মে খারিজ করে দেয়া হয়। এর আগে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ হাইকোর্টে এ রিটটি দায়ের করেন।রিট আবেদনে গ্যাসের মূল্যবৃদ্ধিতে জারি করা পেট্রোবাংলার প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা হয় এবং মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়।
এর আগে দু’বার গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে হাইকোর্টে সম্পূরক আবেদন করে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর করা রিটের শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন হাইকোর্ট।গত ১ জুলাই বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এক প্রজ্ঞাপনে নতুন করে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এ নিয়ে সারা দেশে প্রতিবাদ উঠে। নতুন দাম অনুযায়ী এক চুলার দাম ৭৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ৯২৫ টাকা আর দুই চুলা ৮০০ থেকে হয়েছে ৯৭৫ টাকা করা হয়। এছাড়া গৃহস্থালি কাজে মিটারভিত্তিক গ্রাহকদের জন্য দাম বেড়েছে ঘনমিটার প্রতি ১২ টাকা ৬০ পয়সা। গড়ে প্রতি ঘনমিটারে বেড়েছে ৯ টাকা ৮০ পয়সা।
এছাড়া সিএনজি গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ঘনমিটার ৪৩ টাকা এবং বিদ্যুৎ ও সারের জন্য ৪.৪৫ টাকা। হোটেল রেস্তোরায় প্রতি ঘনমিটার ২৩ টাকা, ক্যাপটিভ পাওয়ারে ১৩.৮৫ টাকা, শিল্প ও চা বাগানে ১০.৭০ টাকা, ক্ষুদ্র ও কুটির শিল্পে ১৭.০৪ টাকা।নতুন এই দাম গত ১ জুলাই থেকে কার্যকর করা হয়।