কেশবপুরের মজিদপুর কওমী মাদ্রাসা নিয়ে গভীর চক্রান্তের কারণে মাদ্রাসাটির অপুরণীয় ক্ষতির সন্মুখীন হতে চলেছে। যারা পরিচালনা কমিটির দায়িত্বে নন তারা মাদ্রাসার বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করায় পরিবেশ বিঘিœত হচ্ছে বলে জানান মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্নের মুহতামিম আবদুর রাজ্জাক। এমনকি তারা মুহাতামিমকে মারটি করে মাদ্রাসা থেকে বের করে দেয়ারও প্রচেষ্টা চালায়। এ ধরনের ঘটনায় মুহাতামিম আবদুর রাজ্জাক বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কেশবপুর আমলী আদালতে মামলা করেন। আর এ মামলা করার কারণে স্থানীয় কতিপয় ব্যক্তি মাদ্রাসাকে ঘিরে বিভিন্ন রকম চক্রান্ত ষড়যন্ত্র করে চলেছে বলে অভিযোগ।
মুহাতামিম উপজেলার আলতাপোল গ্রামের মৃত ইমান আলী বিশ্বাসের পুত্র আবদুর রাজ্জাক মামলায় উল্লেখ করেন যে, তিনি দীর্ঘ ২৫ বছর যাবৎ মাদ্রাসাটির মুহতামিমের দায়িত্ব পালন করে আসছেন এর মধ্যে এলাকার কতিপয় ব্যক্তি স্বার্থ হাসিলে ব্যর্থ হয়ে গত ৩ মার্চ ২০১৯ ইং তারিখে বিকাল সাড়ে সময় নেপাকাঠি গ্রামের মকছেদ আলীর ছেলে ইয়াসিন আলী ,মাহমুদুর রহমান, আব্দুল্যাহ আল মামুন, জিয়াউর রহমান মিজানুর রহমান, আবদুল আহাদ, আবদুস সামাদ, আবু বকর, মতিআুর রহমান ,আতাউর রহমান সহ ১৯জন ও অজ্ঞাতনামা আরও ১২ /১৪ জন ব্যক্তি দল বদ্ধ হয়ে হাতে বাঁশের লাঠি ,লোহার রড, শাবল সহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মাদ্রাসায় অনধিকার প্রবেশ করে অশ্লিল ভাষায় গালিগালাজসহ মুহাতামিমকে মারপিট করে জখম করে। এ সময় তারা মাদ্রাসার ষ্টিলের আলমারির ড্রয়ার খুলে মাদ্রাসা শিক্ষকদেও রক্ষিত বেতনের টাকা সহ বিভিন্ন স্থান থেকে কালেকশনের ৩ লাখ ৪০ হাজার টাকা বের করে নেয়। এ ছাড়া মাদ্রাসার অফিস রুমে থাকা ক্যাশ বই,রেজুলেশন খাতা রশিদ বই নিয়ে যায় এবং অন্যান্য প্রয়োজনিয় কাগজ পত্রাদি ছিড়ে ফেলে। এবং বাদীর একটি স্যামসাং মোবাইল সেট নিয়ে যায় এবং বাদী আবদুর রাজ্জাককে মাদ্রাসা থেকে চলে যাওয়ার জন্য হুমকীসহ তাদেও বিরুদ্ধে কোন মামলা হলে পরিণতি ভাল হবে না বলে শাসিয়ে যায়। এ ঘটনা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মৌখিকভাবে জানানোর পর কেশবপুর থানায় মামরা করতে গেলে সেখানে মামলা না নেয়ায় তিনি বিজ্ঞ আদালতে আশ্রয় নিয়েছেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে ডিনয়ে থানা শিক্ষা অফিসারকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মুহাতামিম আবদুর রাজ্জাক জানান, মাদ্রাসাটির প্রথমাবস্থায় ৪৩ শতক জমি ছিলো বর্তমানে তিনি মাদ্রার নামে ৮৫ শতক .৫০ জমি ক্রয় করেন। মাদ্রাসাটি বিভিন্ন ব্যক্তি ও এলাকাবাসীর দানের উপর নির্ভরশীল। একটি স্বার্থান্বেষী মহল এ মাদ্রাসাটিতে ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারায় একর পর এক বিভিন্ন দফতরে মিথ্যা তথ্য দিয়ে হয়রানি করছে। তিনি আরও বলেন সরকারি ভাবে আমার মাদ্রাসা নিয়ে তদন্ত হয়েছে সেখানেও তদন্তে স্বচ।চতা পেয়েছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।