নিয়ামতপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে নিয়ামতপুর উপজেলাকে মাদক মুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন নবাগত ওসি সামসুল আলম শাহ। শুধু মাদকমুক্ত নয় আইন শৃঙ্কলার উন্নতিসহ বাল্যবিবাহ রোধেও অগ্রনী ভ’মিকা রাখবেন বলেন তিনি। আর এজন্য তিনি নিয়ামতপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সহযোগীতা কামনা করেন।
সোমবার বিকালে নিয়ামতপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত নবাগত ওসির মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হক।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা প্রবীন সাংবাদিক নুরুল ইসলাম, যুগান্তর প্রতিনিধি রেজাউল ইসলাম সেলিম, যায়যায় দিন প্রতিনিদি শাহজাহান শাজু, ইত্তেফাক প্রতিনিধি জনি, নয়াদিগন্ত প্রতিনিধি শাহজামাল প্রমুখ।