নওগাঁর ধামইরহাটে মাদরাসা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছে ছানাউল্লাহ নুরী। ৯ জুলাই বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রদান (মাদরাসা) ক্যাটাগরিতে সেননগর আলিম মাদরাসার প্রতিষ্ঠান প্রধান শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় উপজেলা শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা গনপতি রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অধ্যক্ষ ছানাউল্লাহ নুরীকে শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে ক্রেস্ট প্রদান করেন। এছাড়াও উপজেলার বিভিন্ন স্কুল, মাদরাসা ও কলেজ পর্যায়ে শিক্ষা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় চকময়রাম সরকারি উচ্চবিদ্যালয় ও জগদল আদিবাসী স্কুল ও কলেজ প্রধানকে বিভিন্ন ক্যাটাগরিতে ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমান, অ্যাকাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকারসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।