ঈাবনার চাটমোহর উপজেলার কাটাখালী আইনুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মওলানা মোঃ নাসির উদ্দিনের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে ওই মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসী। সোমবার দুপুরে মাদ্রাসার পাশেই কাটাখালী বাজারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। যদিও পুলিশী বাঁধায় মানববন্ধন সংক্ষিপ্ত করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন,ডিবিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ,আওয়ামীলীগ নেতা তোফাজ্জল হোসেন বিডিআর.ইউপি সদস্য হাফিজুল ইসলাম,আঃ হাই প্রাং,আয়ুব আলী প্রাং,আনিসুর রহমান,ইসমাইল হোসেন,আলহাজ ডিলার প্রমূখ। বক্তারা অভিযোগ করেন,কয়েক মাস পূর্বে এই মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী লাবনী খাতুনকে মাদ্রাসার সুপার মওলানা নাসির উদ্দিন তার ছেলে সাথে বিয়ে দেন। বাল্যবিয়ের এই ঘটনার পর সুপার নিজের লালসা চরিতার্থ করতে না পেরে ছেলেকে দিয়ে ওই ছাত্রীকে তালাক দেওয়া হয়। তালাকের পর ওই ছাত্রী ও তার অভিভাবককে আইনের আশ্রয় না নেওয়ার জন্য হুমকি দেয়। বিষয়টি অমানবিক। বক্তারা বলেন,সুপার মাদ্রাসায় ব্যাপক অনিয়ম,দূর্নীতি করে চলেছেন। মাদ্রাসায় শিক্ষার পরিবেশ নেই। ত্রা অপসারণ ও শাস্তির দাবি করেন বক্তারা। এ ব্যাপারে মাদ্রাসার সুপার নাসির উদ্দিন বলেন,শরিয়ত মোতাবেক আমার ছেলের সাথে ওই মেয়ের বিয়ে হয়েছিলো। বনিবনা না হওয়ায় তালাক দেওয়া হয়েছে। কেন বনিবনা হলো না,তার কোন জবাব দিনি দিতে পারেননি। তিনি বলেন,এই ঘটনায় আমাকে মারপিট করা হয়েছে। থানায় অভিযোগ দিয়েছি। এদিকে সুপারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ উপজেলার আনকুটিয়া গ্রাম থেকে রবিবার দিবাগত রাতে ২ জনকে আটক করেছে। পুলিশ তাদের বিষয়ে তথ্য দিতে অস্বীকার করেছেন। তবে আটককৃতদের স্বজনরা জানান,কোন প্রকার মামলা ছাড়াই তাদের রাদেও আঁধারে ঘরের দরজা ভেঙে ধরে নিয়ে যাওয়া হয়েছে।
প্রসঙ্গতঃ কাটাখালী মাদরাসার সুপার মওলানা নাসির উদ্দিন তার মাদরাসার ৮ম শ্রেণীর ছাত্রী লাবনী খাতুনের পিতা আনকুটিয়া গ্রামের বাসিন্দা দরিদ্র নুরুল ইসলামকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে তার ছেলের সাথে লাবনীর বিয়ে দিতে বাধ্য করেন। বিয়েতে লক্ষাধিক টাকার কাবিন করা হয়। পরে লাবনীকে চট্টগ্রামে সুপার তার জামাতার কাছে পাঠানোর উদ্যোগ নিলে লাবনী তাতে সম্মত হয়নি। তাছাড়া বিয়ের পর থেকেই লাবনীকে কু-প্রস্তাব দিতে থাকে সুপার। এনিয়ে বিরোধ হলে লাবনীকে তালাক প্রদান করা হয় বলে অভিযোগ। এ ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। একাধিকবার শালিস বৈঠকের আয়োজন করা হলেও সুপার তাতে হাজির হয়নি। মাদরাসায় প্রবেশের চেষ্টা করলে এলাকাবাসীর হাতে শারিরীকভাবে লাঞ্ছিত হন। এ ঘটনায় নিরীহ ব্যক্তিদের নামে থানায় অভিযোগ দিয়েছেন ওই সুপার।