পাবনার চাটমোহর পুরাতন বাজারে জেলা পরিষদের ডাকবাংলোতে প্রবেশের সড়কটির বেহাল অবস্থা। বর্তমানে সড়কটি চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদা-পানিতে একাকার হয়ে যায়। তার উপর সড়কের দু’পাশ দখল করে ব্যবসায়ীরা তেলের ড্রাম ও মালামাল রেখেছে। ফলে সংকুচিত হয়ে পড়েছে ড্কবাংলোতে প্রবেশের একমাত্র সড়কটি। মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়,ড্কবাংলোর গেট হতে চাটমোহর পৌরসভার প্রধান সড়ক সংযোগ পর্যন্ত ২শ’ ফিট সড়ক একেবারেই চলাচলের অনুপযোগি। এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ বাজারেও প্রবেশ করেন। এই সড়ক দিয়ে বাজারে ঢোকাই যেন দুরুহ। সড়কটি মেরামত না করায় জনদূর্ভোগ চরম আকার ধারণ করেছে। বাজারের ব্যবসায়ীরা জানান,বৃষ্টি হলেই এই সড়কে পানি জমে যায়। ক্রেতারা সহজে আসতে চায় না। তাছাড়া ৩/৪টি বড় দোকানী সড়কের দুপাশ দখল করে মালামাল রেখে দিব্যি ব্যবসা করছেন। এ ব্যাপারে কারো কোন পদক্ষেপ নেই।