ময়মনসিংহে বিয়ের প্রলোভন দিয়ে এক তরুনীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত যুবকের নাম শামীম মিয়া (৩০)। সে জেলার নান্দাইল উপজেলার চাঁনভাদেরা গ্রামের চাঁন মিয়ার ছেলে। মঙ্গলবার রাতে ঢাকার যাত্রাবাড়ি এলাকার নয়ননগর থেকে তাকে গেপ্তার করা হয়।
মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ র্যাব-১১ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে মেজর শিবলী জানায়, ময়মনসিংহ শহরের মাসকান্দা এলাকার এক তরুনীর সাথে নান্দাইল উপজেলার চাঁনভাদেরা গ্রামের কাপড় ব্যবসায়ী শামীমের মধ্যে মোবাইল ফোনে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। গত ২৪জুন বিয়ের কথা বলে ঐ তরুনীকে ময়মনসিংহ থেকে নান্দাইলের কালিগঞ্জ বাজারে নিয়ে যায়। ঐ দিন রাতে কালিগঞ্জ বাজারে নিজের টেইলার্সের দোকানে ধর্ষন করে শামীম। পরে পাশের কম্পিউটার ব্যবসায়ী রিপনসহ আরো দুই তিনজন ঐ তরুনীকে পালাক্রমে ধর্ষন করে। ভোর রাতে বাজারের পাশে একটি পরিত্যক্ত ক্লাব ঘরে ফেলে রেখে ধর্ষণকারীরা পালিয়ে যায়। ২৫ তারিখ ঐ তরুনী শামীম, রিপন, হাবিব ও অজ্ঞাত একজনকে আসামি করে নান্দাইল মডেল থানায় একটি মামলা করেন।
র্যাব-১১ এর মেজর শিবলী জানান, প্রাথমিক জিঞ্জাসাবাদে গ্রেপ্তারকৃত শামীম ধর্ষণের কথা স্বীকার করেছে। ধর্ষণের অপর আসামি রিপন ও হাবিবকে গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।