বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে আট বসতঘরে দূর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরচক্রটি হাতিয়ে নিয়েছে স্বর্নালংকার, নগদ টাকা ও মোবাইলসহ বিভিন্ন জিনিসপত্র। সোমবার উজিরপুর মডেল থানায় পূর্ব নারায়নপুর গ্রামের শাহিন খান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি চুরির মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত রবিবার উজিরপুর উপজেলার নারায়নপুর গ্রামের শাহিনের, আমির হোসেন, খবির খান, মালেক হাওলাদার, শাহাদাত সরদার, আকবর খান, নাজমুল ও মামুন ফকিরের বসতঘরেও হানা দিয়ে চোর চক্রটি স্বর্নালংকার,নগদ টাকাসহ মূল্যবাস জিনিসপত্র হাতিয়ে নেয় যায়।
উজিরপুর থানা পুলিশের সহকারি উপপরিদর্শক (এএসআই) মনিরুল ইসলাম নারায়নপুর গ্রামে অভিযান চালিয়ে চুরির সাথে জড়িত মোক্তার হাওলাদারের ছেলে প্রিন্স হাওলাদারকে (৩০), কবির সরদারের ছেলে তুফান সরদার (২০), ফরিদ মিয়ার ছেলে সফিক মিয়া (১৯), জিতেন গাইনের ছেলে রতন গাইন (৩০), মোস্তফা সরদারের ছেলে আজাদ সরদার (২২) গ্রেফতার করেন।
আটককৃত তুফান ও আজাদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রয়েছে বলেও জানান স্থানীয়রা। গ্রেফতার কৃতদের বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হযেছে।
এ বিষয়ে উজিরপুর মডেল থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) শিশির কুমার পাল জানিয়েছেন, ‘চুরির ঘটনাতে শাহিন খান নামে একজন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করলে জড়িত সন্দেহে ৫জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।