কোনও ধরনের আর্থিক লেনদেন ছাড়াই যোগ্যতার ভিত্তিতে মাত্র একশ’ টাকায় পুলিশ কনস্টেবলের চাকরি পেয়েছেন বরিশালের ৪৪ জন তরুন-তরুনী। মঙ্গলবার সকালে জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম জনকণ্ঠকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
জেলা পুলিশের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সরকারী কোষাগারে মাত্র একশ’ টাকা জমা দিয়ে গত ১ জুন বরিশাল পুলিশ লাইন্সে অনুষ্ঠিত কনস্টেবল পদের জন্য বাছাইয়ে অংশ নেন এক হাজার ৮৫০জন প্রার্থী। প্রাথমিক বাছাইয়ের পর শারীরিক কসরত এবং ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য মনোনীত হন ৬০৯জন। ২ জুন লিখিত পরীক্ষা অংশ নেওয়ার পর ৪ জুন প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হন ১২৩জন। পরে ৬ জুনের মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে চূড়ান্তভাবে নির্বাচিত হন ৪৪জন প্রার্থী। এরমধ্যে ১৩ জন নারী ও ৩১ জন পুরুষ।
চূড়ান্তভাবে নির্বাচিতরা জনকণ্ঠকে বলেন, সরকারী কোষাগারে ১০৩টাকা জমা দেওয়ার নিয়ম থাকলেও আমরা জমা দিয়েছি একশ’ টাকা। সব প্রার্থীর পক্ষে জেলা পুলিশ সুপার নিজে তিন টাকা করে জমা দিয়েছেন। কোনও ধরনের অবৈধ লেনদেন ছাড়া চাকরি পাওয়ায় তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম জানান, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১২৩জনের সবাই যোগ্যতা সম্পন্ন। তারপরেও পুলিশ হেড কোয়াটার্সের কঠোর অনুশাসন মেনে ও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ৪৪জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।