কিশোরগঞ্জের বাজিতপুর ৪র্থ ধাপ উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপালনরত ৭ শত ৯২ জন আনসারকে গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ জাকির হোসেন, জেলা কমান্ডেন্টের প্রতিনিধি মোঃ আবদুল আজিজ, ইউ.এ.আই হাফসা আক্তার, মোঃ বাদল মিয়ার মাধ্যমে প্রত্যেক পিসি ৩ হাজার ৫ শতটাকা ও সাধারণ আনসারদেরকে ৩ হাজার ২ শত টাকা করে দেওয়া হয়েছে। জানাযায়, বাজিতপুর উপজেলা পরিষদ নির্বাচন গত ২ মাস আগে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে আনসার সদস্যরা সঠিক দায়িত্ব পালন করার কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পিসি, এপিসি, সাধারণ আনসার সদস্যদেরকে যোগাযোগ ভাতা, খাওয়ার জন্য ১ শত টাকা করে প্রদান করা হয়।