সুজানগর-চিনাখড়া সড়কের বিভিন্ন জায়গা থেকে কার্পেটিং উঠে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে এলাকার জনসাধারণের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা যায়, সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন ওই সড়কের দূরত্ব ১১কি.মি। প্রায় তিন বছর আগে সড়কটি সংস্কার করা হয়। এলাকাবাসী অভিযোগ করে বলেন সংশ্লি¬ষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে সংশ্লি¬ষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে সড়কটি সংস্কার করেন। সে সময় এলাকার সচেতন মহল বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও অজ্ঞাত কারণে তারা কোন ব্যবস্থা নেয়নি। ফলে সংস্কারের তিন বছরের মধ্যে সড়কের বেশিরভাগ জায়গা থেকে কার্পেটিং উঠে বড় বড় গর্ত সৃষ্টি হয়। একটু বৃষ্টি হলেই ওই সকল গর্তে পানি জমে সড়কটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। এলাকাবাসী জানায়, সড়কের ওই সকল গর্ত দিয়ে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফলে বেশ কিছুদিন যাত্রীবাহী সিএনজি এবং মাইক্রোবাসসহ অন্যান্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে ওই সকল যানবাহন বিকল্প সড়কে প্রায় ৩কি.মি সড়ক ঘুরে চলাচল করছে। এতে একদিকে যাত্রীদের বেশি ভাড়া দিতে হচ্ছে, অন্যদিকে সময়ও লাগছে অনেক বেশি। সিএনজি চালক আবু বকর বলেন সড়কের অধিকাংশ জায়গা থেকে কার্পেটিং উঠে বড় বড় গর্ত হওয়ায় যানবাহন চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফলে নিরুপায় হয়ে বিকল্প পথে সিএনজি চালাচ্ছি। ভুক্তভোগী মহল সড়কটি দ্রুত সংস্কারে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সমীরন রায় বলেন ইতঃপূর্বে ওই সড়কের ৪কি.মি এইচবিবি করা হয়েছে। আর পূর্ণাঙ্গ সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলে সংস্কার করা হবে।