কুড়িল-সায়েদাবাদসহ রাজধানীর তিনটি প্রধান সড়কে রিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে আজ মঙ্গলবার সকালে ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করেছেন রিকশাচালকরা।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস ফকির জানান, সকাল সাড়ে ৮টার দিকে রামপুরা রোডে বেটার লাইফ হাসপাতালের সামনে ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করেন কয়েকশ রিকশাচালক। এ ছাড়া উত্তর বাডা ও বাড্ডা ইউলুপের নিচেও সড়ক অবরোধ করে যান চলাচলে বাধা দেন রিকশাচালকরা।
গুরুত্বপূর্ণ তিন সড়কে রিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় বিক্ষুব্ধ রিকশাচালকদের।
বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে বলা হয়েছে, সড়ক অবরোধের কারণে রামপুরা, বাড্ডা, গুলশান, কুড়িল ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন অফিসগামী যাত্রী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। বাধ্য হয়ে অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।