বগুড়ার শিবগঞ্জের গাংনগর সানির মোড়ে ৫ যুবক কর্তৃক ৪ সন্তানের জননী কে পালাক্রমে ধর্ষন মামলায় শিবগঞ্জ থানা পুলিশ ৭২ ঘন্টার মধ্যে মূল আসামি জিহাদ হোসেন সহ আরও ৩ জন কে আটক করেছে।
শিবগঞ্জ থানা কর্মকর্তা ইনচার্জ মিজানুর রহমান জানান, ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সনাতন চক্রবর্তী সঙ্গীয় কর্মকর্তা ও প্রয়োজনীয় ফোর্সসহ গত রবিবার রাতে মামলার মূল আসামি জিহাদ হোসেনর স্বীকারোক্তি মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার শিবগঞ্জ সার্কেল তাপশ পালের নির্দেশনায় রাতভর অভিযান চালিয়ে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় চিরুণি অভিযান চালিয়ে মামলার এজাহার ভূক্ত আসামি শিবগঞ্জ থানার সৈয়দপুর ইউনিয়নের হাবিবপুর গ্রামের বাবলু শেখের ছেলে মানিক (২৫) ও একই এলাকার মৃত আজিজার শেখের ছেলে হারুনুর রশিদ (২৮) এবং শিবগঞ্জ থানাধীন সৈয়দপুর ইউনিয়নের কুকিকালিদাস জীবনপুর গ্রামের আবদুর রশিদের ছেলে খোকন মিয়া (২৮) কে আটক করে। উল্লেখ্য, গত শুক্রবার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিনের দহপাড়া গ্রামের আবদুল মমিনের স্ত্রী ৪ সন্তানের জননী পার্শ্ববর্তী থানা সোনাতলা থেকে ছেলের নিকট হতে টাকা নিয়ে বাড়ি ফেরার পথে রাত অনুমান ৯.৩০ ঘটিকার সময় অটোভ্যান যোগে নিজ বাড়িতে ফেরার পথে শিবগঞ্জ উপজেলার পূর্ব সৈয়দপুর ইউনিয়নের সানির মোড়ে পৌঁছালে পূর্ব সৈয়দপুর কড়িবাড়ী এলাকার ফজলুল হক মাস্টার এর ছেলে জিহাদ হোসেন (৩০) সহ ৪/৫ যুবক তার পথ রোধ করে। তাকে গাড়ী থেকে নামিয়ে তার কাছে রক্ষিত প্রায় ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পার্শ্ববর্তী কলা ক্ষেতে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে।