পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের গৌরনগর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বড়ভাই ও তার শ্বশুড়বাড়ির লোকজন ছোট ভাইয়ের জমি জবর দখলের জন্য বাড়ি ঘরে হামলা করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। চাটমোহর থানার ওসি সেখ মোঃ নাসীর উদ্দিন বিরোধপূর্ণ জমির সীমানা চিহ্নিত করে দিয়ে এক সপ্তাহের সময় দিয়ে আসার পরপরই এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
অভিযোগে জানা গেছে,গৌরনগর গ্রামের মৃত কিয়াম উদ্দিন শেখের ছেলে আকাব্বর আলী শেখের সাথে তার ছোট ভাই রকিম উদ্দিন শেখের বসতবাড়ির জমি নিয়ে বিরোধ দেখা দেয়। এনিয়ে আকাব্বর আলী আদালতে মামলা করেন। এ ছাড়া থানায় অভিযোগ দায়ের করেন। এনিয়ে থানায় সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। সালিসে বিরোধপূর্ণ জমির সীমানা চিহ্নিত করে উভয়পক্ষকে বুঝে দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু আকাব্বর আলী শেখ থানার ওসির সাথে যোগসাজসে সোমবার সীমানা নির্ধারণের ব্যবস্থা করেন। গতকাল সোমবার ওসি সেখ মোঃ নাসীর উদ্দিনের উপস্থিতিতে সীমানা নির্ধারণ করা হলেও সেখানে রকিম উদ্দিন উপস্থিত ছিলেন না। ওসি সীমানা নির্ধারণ করে দিয়ে রকিম উদ্দিনকে ঘর সরিয়ে নেওয়ার জন্য ৭ দিন সময় দেন। কিন্তু তিনি ঘটনাস্থল ত্যাগ করার সাথে সাথে আকাব্বর আলী.তার ছেলে মোতালেব ও বিন্যাবাড়ী গ্রামের তার শ্বশুর বাড়ির স্বজন সাহিনের নেতৃত্বে ২০/৩০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রকিম উদ্দিনের বাড়ি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং নগদ টাকাসহ অন্যান্য জিনিসপত্র লুটপাট করে। এ ব্যাপারে চাটমোহর থানার ওসি সেখ মোঃ নাসীর উদ্দিন জমি পরিমাপের বিসয়টি নিশ্চিত করে বলেন,আমাকে রকিম উদ্দিনের মেয়ে মোবাইল ফোনে বাড়িঘর ভাঙচুরের কথা জানায়,আমি তাকে থানায় এসে অভিযোগ দিতে বলেছি। রকিম উদ্দিনও মোবাইল ফোনে ঘটনাটি জানিয়েছেন। তারা কেউই থানায় আসেনি। জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ। সবার উপস্থিতিতে জমি মাপা হলেও রকিম উদ্দিন উপস্থিত হয়নি।
এদিকে থানার ওসি কোন জমি পরিমাপ করে তা একপক্ষকে বুঝিয়ে দিতে পাওে কিনা-তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। কারণ এই জমি পরিমাপ করার সময় এক পক্ষ উপস্থিত ছিলেন না।