বগুড়ার শাজাহানপুরে সড়কে ডাকাতির প্রস্তুতিরকালে দেশীয় অস্ত্রশস্ত্র সহ সঙ্গবদ্ধ ডাকাতি চক্রের ৭ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোর রাতে উপজেলার নয়মাইল হতে সোনাহাটা সড়কের সাঘাটিয়া পাকুড়তলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত রশি, একটি করাত, দুইটি হাসুয়া এবং একটি সিএনজি চালিত অটোটেম্পু উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, বগুড়ার ধুনট উপজেলার বিলচাাপড়ি গ্রামের মোজাফ্ফর রহমানের পুত্র মমিন শাহ (২৫), মৃত মতিউর রহমানের পুত্র মশিউর রহমান মাসুম (৩৮), আজাহার আলী সরকারের পুত্র মশিউর রহমান (৪০),বাদশা মন্ডলের পুত্র দেলোয়ার (২৫), মোসলেম উদ্দিন সরকারের পুত্র শহিদুল ইসলাম (৩৪), মৃত রাজা প্রামানিকের পুত্র রজব আলী (৪৪) এবং রামনগর গ্রামের মোজাম্মেল হকের পুত্র শফিকুল ইসলাম (২৮)।
এ বিষয়ে পুলিশের একটি দায়িত্বশীল ঘটনা নিশ্চিত কতরে জানান ,রবিবার রাত আনুমানিক সাড়ে৪টার দিকে শাজাহানপুর উপজেলার নয়মাইল হতে ধুনটের সোনাহাটা সড়কে নিয়মিত টহলরত পুলিশের একটি দল সাঘাটিয়া পাকুড়তলা এলাকায় রাস্তার পাশে একটি অটোটেম্পু সহ একদল লোককে দাঁড়ানো অবস্থায় দেখতে পায়। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে সঙ্গবদ্ধ ডাকাতদলটি অটোটেম্পু রেখে পালানোর চেষ্টা করে তারা। এ সময় ধাওয়া করে সাত জনকে আটক করা হয় এবং বেশ কয়েকজন পালিয়ে যায়। এ সময় তাদের ব্যবহৃত অটোটেম্পু, রশি, করাত, হাসুয়া উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত সরঞ্জামাদি দেখে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে ধারনা করা হচ্ছে। সোমবার মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।