আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আগরদাড়ি রহিমীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যাংকার ইয়াহিয়া ইকবাল। সোমবার (৮ জুলাই) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত ঘোষণা করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিজাইডিং কর্মকর্তা মোঃ বাকী বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দ্বাতা সদস্য আনছার আলী, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি রীনা রায়, সাধারণ শিক্ষক প্রতিনিধি শংকর কুমার মন্ডল ও সিরাজুল ইসলাম, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য সোহাগী পারভিন, অভিভাবক সদস্য আঙ্গুর হোসেন, ইয়াহিয়া ইকবাল, মঞ্জুরুল হক, প্রধান শিক্ষক আবদুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সভাপতি পদে অভিভাবক সদস্য ব্যাংকার ইয়াহিয়া ইকবাল একাই মনোনয়নপত্র জমা দেওয়ায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত ঘোষণা করা হয়।