আশাশুনিতে এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুলাই) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোসাদ্দেক, সমাজ সেবা কর্মকর্তা সুমনা শারমিন, শিক্ষা কর্মকর্তা মোসাঃ শামসুন্নাহার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কামন্ডার আঃ হান্নান, এনজিও মৌমাছির সুশান্ত মল্লিক, ওয়ার্ল্ড ভিশনের হারুনর রশিদ, জাগরণী চক্র ফাউন্ডেশনের মজনুন হক, এসকেএস’র অরুন কুমার সরকার, ডিআরআর’র মফিজুল ইসলাম, টিএমএসএস’র তপন মহলদার, পল্লী চেতনার আজমিরা আক্তার, আরআরএফ’র আঃ আলিম, সুশীলনের আবু জাফর সিদ্দিক, ফ্রেন্ডশীপ’র দিবাকর বিশ^াস, ইডার শফিকুল ইসলাম, দক্ষিণ সমন্বিত উন্নয়ন প্রকল্পের শ্যামলী রানী প্রমুখ বক্তব্য রাখেন। সভায় আশাশুনি উপজেলা কাজের সাথে জড়িত সকল এনজিও এর প্রকল্প, গৃহীত ও বাস্তবায়িত কামর্যক্রম, সমস্যা এবং জন প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় করে কাজ করার বিষয় নিয়ে আলোচনা করা হয়।