তিন কেজির দধিতে পরিমাপে এক কেজি করে কম দেওয়ায় জেলার গৌরনদী বাসষ্ট্যান্ডের সাহা, দীলিপ ও ইসলামিয়া মিষ্টান্ন ভান্ডারের তিন মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার বিকেলে বিএসটিআইয়ের আইনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন। এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের পরিদর্শক জহুরুল ইসলাম, মহসিন রব্বানীসহ অন্যান্য কর্মকর্তারা।