ময়মনসিংহের গফরগাঁওয়ে গতকাল সোমবার সকালে উপজেলার পরিষদ চত্বর, কান্দিপাড়া থেকে গয়েশপুর সংযোগ সড়ক, খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ইসলামিয়া সরকারি হাই স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংযোগ সড়কে ফলজ, বনজ, ঔষধি বৃক্ষ রোপণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমান। এ সময় উপস্থিত ছিলেন রেঞ্জ কর্মকর্তা মোঃ আবু তাহের, দত্তেরবাজার ইউপি চেয়ারম্যান রোকসানা বেগম, পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক তাজমুন আহমেদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষকমন্ডলী ও ছাত্র-ছাত্রীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।