ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুরের ফুলবাড়ী এপি যুব উন্নয়ন ফোরামের দ্বি-বার্ষিক নির্বাচন গতকাল সোমবার বেলা ২টায় ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার এলুয়ারি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সভাকক্ষে আয়োজিত দ্বি-বার্ষিক নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপি ম্যানেজার স্বপন সিং। সংস্থার এসসিপিএস শামীম হাসনাত পলাশের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, দৈনিক দেশ মা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আনন্দ কুমার গুপ্ত, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক আজকালের খবর প্রতিনিধি প্লাবন শুভ, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, উপজেলার সহড়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মশিয়ার রহমান, খাজাপুর গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, এলুয়ারি কৃষ্ণচুড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আরতি রানী, প্রজাপতি কেন্দ্রীয় শিশু ফোরামের সভাপতি আসুরা আক্তার, শিশু কল্যাণ সম্পাদক লিলি রানী প্রমুখ।
শেষে মিনি ইভিএম পদ্ধতিতে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে রনি চন্দ্র দাস সভাপতি, সবিতা রানী সাধারণ সম্পাদক ও শুভ দাস কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছে। এছাড়াও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্যরা হলেন, সহ-সভাপতি সঙ্গীতা রায়, যূগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, যুব ক্রীড়া ও সাস্কৃতিক সম্পাদক মাহামুদুল হাসান, কল্যাণ সম্পাদক আবু সাঈদ, সদস্য তুহিন বাবু ও লাবনী রানী রায়।