নাটোরের লালপুর উপজেলার লালপুর-আব্দুলপুর সড়কে বাইসাকেল আরোহীদের উপর দুর্র্বৃত্তদের হামলায় ৭ জন শ্রমিক আহত হয়েছেন।
সোমবার (৮ জুলাই) ভোরে উপজেলার লালপুর-আব্দুলপুর সড়কের মুচিপাড়া ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, উপজেলার চকজোত দৈবকী গ্রামের সোলায়মান হোসেনের ছেলে আলমগীর হোসেন (৩০) ও জাহাঙ্গীর আলম (৩৫), মুজাফর আলীর ছেলে লিটন (৩৬), রামকৃষ্ণপুর কসাইপাড়া গ্রামের জেছের আলীর ছেলে মোল্লা মিয়া (৩৭), মোতাহার আলীর ছেলে হাজিম উদ্দন (২০) এবং একই গ্রামের বিপ্লব (৩০) ও জহুরুল (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে ৭ জন ইটভাটা শ্রমিক বাইসাইকেল যোগে কচুয়া এলাকার আমিরুল ইসলামের ইটভাটায় কাজে যাচ্ছিলেন। পথেমধ্যে মুচিপাড়া ব্রিজ এলাকায় পৌঁছাইলে ১৪-১৫ জনের ধারালে অস্ত্র ও বাটাম নিয়ে এক দল দুর্বৃত্ত তাদের পথরোধ করে হামলা চালায়। এ সময় দুই-একজন শ্রমিক তাদের সাইকেল ফেলে পালিয়ে আসতে সক্ষম হন। পরে স্থানীয়রা ধারালো অস্ত্রের আঘাতে আহত আলমগীরকে লালপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন এবং বাটামের আঘাতে আহত অবশিষ্টদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
এব্যাপারে লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বলেন, ‘এটা ডাকাতি নয়, তবে সাইকেল চালক শ্রমিকদের সঙ্গে তাদের কোন শত্রুতা থাকতে পারে। তবে যদি কেউ অভিযোগ করে, তাহলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হরে।