কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের মেয়াদ পূর্ন হওয়ায় বর্তমান কমিটি বিলুপ্ত করে, নতুন কমিটি গঠন করা হয়েছে। ছাত্রলীগ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ও সাধারন সম্পাদক স্বাক্ষরিত এক দলীয় প্যাডে ছাত্রলীগ কালীগঞ্জ উপজেলা শাখার কমিটিতে নাজমুল হাসান নাজিমকে সভাপতি, মনির হোসেন সুমনকে সাধারন সম্পাদক ও জাবেদ হোসেন জুয়েলকে সাংগাঠনিক সম্পাদক করে নতুন কমিটি ঘোষনা দিয়েছে। নতুন এ কমিটি ঘোষনা হওয়ায় রোববার বিকালে আ.লীগের দলীয় অফিসের সামনে থেকে ছাত্রলীগ আনন্দ শোভাযাত্রা বের করে তারা শহরের প্রদান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
উল্লেখ্য গত ৬ জুলাই ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ ও সাধারন সম্পাদক আবদুল আওয়াল স্বাক্ষরিত এক প্যাডে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষনা দেয়। সেই সাথেই নাজমুল হাসান নাজিমকে সভাপতি, মনির হোসেন সুমনকে সাধারন সম্পাদাক ও জাবেদ হোসেন জুয়েলকে সাংগাঠনিক সম্পাদক করে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা দেন।