নওগাঁর আত্রাইয়ে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ছানাইল ইসলামের সভাপতিত্বে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আইন-শৃঙ্খলার উপর বক্তব্য রাখেন আত্রাই কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোঃ মোবারক হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ কেএম কাওছার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নভেন্দু নারায়ন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা মডেল প্রেস ক্লাব সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, মুক্তি যোদ্ধা নীরেন্দ্র নাথ দাশ, আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিম উদ্দিন,আত্রাই মালিক ও বণিক সমিতির সভাপতি মোরর্শেদ আলম পল্টু সহ উপজেলা আইন শৃঙ্খলা সভার সকল সদস্য বৃন্দ।