নীলফামারীর সৈয়দপুরে বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত ৮ জুলাই অভিযান পরিচালনার সময় ৫টি দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়ায় তাদের বিভিন্ন অংকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কয়েকটি দোকানদারকে প্রথমাবস্থায় সতর্ক করে দেয়া হয়। অভিযান পরিচালনা করেন মমতাজ বেগম, সহকারী পরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নীলফামারী। পরে বেশ কিছু জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ ওষুধ পুড়িয়ে ফেলা হয়।