পাবনার চাটমোহরে কোন প্রকার লাইসেন্স না থাকায় এবং কোন প্রকার নিয়মনীতি না মেনে পরিচালনা করার দায়ে দুইটি ডায়াগনস্টিকস সেন্টার বন্ধ করে দিয়েছেন পাবনার সিভিল সার্জন ডাঃ মোঃ মেহেদী ইকবাল। গত শনিবার (৬ জুলাই) তিনি চাটমোহর উপজেলার বিভিন্ন বে-সরকারি হাসপাতাল,ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ স ম বায়েজিদ উল ইসলাম। পরিদর্শনকালে সিভিল সার্জন ২টি ডায়াগনস্টিক সেন্টার সরকারি নিয়মনীতি লংঘন করে পরিচালনা করায় তাৎক্ষনিকভাবে বন্ধের আদেশ প্রদান করেন। বন্ধকৃত ডায়াগনস্টিক সেন্টার হচ্ছে,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের সিটি ডায়াগনস্টিক সেন্টার। যেটি লাইসেন্সবিহীনভাবে পরিচালিত হচ্ছিল এবং সনি ডায়াগনস্টিক সেন্টার। যা পরিচালনার জন্য সম্পূর্ণ অনুপযুক্ত।
এছাড়াও সিভিল সার্জন বে কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিকস সেন্টার পরিচালনায় সরকারি বিধি লংঘনের করার কারণ চিহ্নিত করে ত্রুটিসমূহ দূর করে আগামি ৭ দিনের মধ্যে তাঁর দপ্তরকে জানানোর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালককে পত্র প্রেরন করেন। যে সব প্রতিষ্ঠানকে পত্র দিয়েছেন এবং তিনি পরিদর্শন করেছেন,সেগুলো হচ্ছে-চাটমোহর পৌর শহরের জনতা ক্লিনিক এ- ডায়াগনস্টিক সেন্টার,সততা ক্লিনিক এ- ডায়াগনস্টিক সেন্টার,বন্ধন ক্লিনিক এ- ডায়াগনস্টিক সেন্টার,হানুফা জেনারেল হাসপাতাল (চক্ষু),পলাশ ডায়াগনস্টিক সেন্টার,পদ্মা ডায়াগনস্টিক সেন্টার,লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার,বোরাক ডায়াগনস্টিক সেন্টার,খন্দকার ডায়াগনস্টিক সেন্টার এবং চাটমোহর জেনারেল হাসপাতাল এ- ডায়াগনস্টিক সেন্টার। প্রসঙ্গতঃ চাটমোহরের কোন ক্লিনিকেই ডাক্তার ও নার্স নেই। সপ্তাহের একদিন বা দুইদিন বাইরে থেকে সার্জন নিয়ে এসে রোগিদের অপারেশন করা হয়। অনেক সময় সার্জন থাকলেও এনস্থিসিয়া চিকিৎসক ছাড়াই রোগির অপারেশন করা হয়। অতি সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকতেখারুল ইসলাম একটি কিèনিকে অভিযান চালিয়ে ক্লিনিক মালিক ও ডাক্তারেকে ১ লাখ ৫২ হাজার টাকা জরিমানা করেন এবং ক্লিনিক সিলগালা করে দেন। এরপরও তারা অবাধে রোগির অপারেশন করে যাচ্ছেন। অপরদিকে ডায়াগনস্টিকস সেন্টারগুলোতে প্রতি নিয়ত রোগিদের প্রতারণা করা হচ্ছে। কোন প্রকার টেকনিশিয়ান না রেখেও দেদারছে এক্সরে,ইসিজি করে যাচ্ছে। বিভিন্ন প্রকার পরীক্ষা-নিরীক্ষার নামে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার টাকা।