বিভাগের ছয়টি জেলায় প্রায় প্রতিদিনই ধর্ষণের অভিযোগ বেড়েই চলেছে। তবে আলামত নষ্টের কারণে মেডিক্যাল পরীক্ষায় প্রমাণের হার দিনকে দিন কমেই চলেছে। ফলে বিচারে বিলম্বের পাশাপাশি দেখা দিচ্ছে নানা জটিলতা।
তাই কেউ ধর্ষণের শিকার হলে আলাতম নষ্ট হওয়ার আগেই নিকটতম থানা পুলিশ বা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ দিয়েছেন দক্ষিণাঞ্চলের সর্ববৃহত চিকিৎসা সেবা কেন্দ্র বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ এবিএম নাজমুল হুদা।
ফরেনসিক বিভাগ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগের ছয়টি জেলার বিভিন্ন থানায় ধর্ষণ, অপহরণের পর ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে পুলিশের মাধ্যমে গত ছয় মাসে ১৫৩ নারী ও শিশুর মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। তবে ২০১৮ সালে এর সংখ্যা ছিল মাত্র ২৪২ জন।
চলতি বছরের ১৫৩টি ঘটনার মধ্যে জানুয়ারি মাসে ১৭, ফেব্রুয়ারিতে ১৬, মার্চে ২৫, এপ্রিলে ২৬, মে মাসে ৩৯ আর জুন মাসে ৩০জন নারী ও শিশু ফরেনসিক বিভাগ থেকে মেডিক্যাল পরীক্ষা করিয়েছেন। অপরদিকে চলতি মাসের গত সাতদিনে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় হাসপাতালে পরীক্ষা করিয়েছেন সাতজন ভিকটিম। অর্থাৎ চলতি বছরে ৮ জুলাই পর্যন্ত শেবাচিম হাসপাতালের ফরেনসিক বিভাগে পরীক্ষা করিয়েছেন ১৬০জন নারী ও শিশু। এরমধ্যে বরিশাল জেলার ১২২জন ও বরগুনার ২২জন। এ ছাড়া পিরোজপুর, ভোলা, পটুয়াখালী ও ঝালকাঠী জেলা চারজন করে ভিকটিমকে ফরেনসিক বিভাগে পরীক্ষা করানো হয়েছে।
১৬০ জনের মধ্যে শেবাচিম হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি হয়ে বিভিন্ন থানায় মামলার পর ফরেনসিক বিভাগে ধর্ষণ ও বয়স নির্ধারণ পরীক্ষা করিয়েছেন ৫৯ জন ভিকটিম। এদিকে পরীক্ষা করানোর পর ধর্ষণের অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারে বিলম্বের পাশাপাশি সৃষ্টি হচ্ছে নানা সমস্যার। নিজের অজান্তে মেডিক্যাল পরীক্ষার আগেই ভিকটিম আলামত নষ্ট করে ফেলার কারণেই এ জটিলতার সৃষ্টি হচ্ছে।
বরিশাল জেলার ১২২ জনের মধ্যে মেট্রোপলিটনের চার থানা পুলিশের মাধ্যমে এসেছেন ৩৯ জন। গৌরনদী থানা থেকে ২২জন, বাকেরগঞ্জ থানা থেকে ১২জন, হিজলা ও উজিরপুর থানা থেকে নয় জন করে, মুলাদী, বানারীপাড়া ও মেহেন্দিগঞ্জ থানা থেকে সাত জন, আগৈলঝাড়া থানা থেকে ছয়জন ও বাবুগঞ্জ থানা থেকে চারজন ভিকটিম ফরেনসিক বিভাগে ধর্ষনের মেডিক্যাল পরীক্ষা করিয়েছেন। চলতি বছর ধর্ষনের অভিযোগ নিয়ে পরীক্ষা করতে আসা ১৬০জন ভিকটিমদের মধ্যে ১৮ বছরের শিশু ও কিশোরীর সংখ্যাই বেশী।
এ ব্যাপারে শেবাচিম হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ এবিএম নাজমুল হুদা জনকণ্ঠকে বলেন, ধর্ষণের পর আলামত নষ্ট হয়ে যাওয়ার অন্যতম কারণ অসচেতনতা। যৌন হয়রানি বা নির্যাতনের শিকার অধিকাংশ নারী ও শিশু আলামত নষ্ট করেন (যেমন-ধর্ষণের পর গোসল করা, কাপড় ধুয়ে ফেলা বা থানায় অভিযোগ করতে বিলম্ব হওয়া)। যে কারণে অধিকাংশ অভিযোগ মেডিক্যাল পরীক্ষায় প্রমাণিত না হওয়ায় দোষীরা পার পেয়ে যাচ্ছে। ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে তাই দ্রুত সময়ের মধ্যে নিকটতম থানা পুলিশকে অবহিত করার জন্য তিনি পরামর্শ দিয়েছেন। ডাঃ নাজমুল হুদা আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করলে তারা ভিকটিমকে মেডিক্যাল পরীক্ষার জন্য যথাসময়ে পাঠাতে পারবে। একইসাথে মেডিক্যাল রিপোর্টের ওপর ভিত্তি করে তাদের তদন্ত পরিচালনা করা এবং দোষীদের আইনের আওতায় আনা সহজ হবে।
সূত্রমতে, ধর্ষনের পর অসচেতনতায় আলামত নষ্ট করায় ফরেনসিক রিপোর্টে ধর্ষন প্রমানিত হয়েছে মাত্র ৩০ ভাগ। তবে ১৮ বছরের নিচে শিশু ও কিশোরী ধর্ষনের অভিযোগকারীদের ক্ষেত্রে ধর্ষন প্রমানিত হয়েছে ৬০ ভাগ। তাই বেশীর ভাগ ক্ষেত্রে ধর্ষন প্রমানিত না হওয়ায় প্রাপ্ত বিচার বঞ্চিত হচ্ছেন অভিযোগকারীরা।
শেবাচিমের ফরেনসিক বিভাগের দায়িত্বশীয় সূত্রে জানা গেছে, বর্তমান সমাজ ব্যবস্থায় যৌণ নির্যাতন বা হয়রানীর আইন কঠোর হওয়ায় কিছু কিছু ক্ষেত্রে এটি প্রতিপক্ষকে ঘায়েল করতে ব্যবহার করা হচ্ছে। যার প্রমাণ মিলছে ধর্ষিত হয়েছেন বলে দাবী করে পুলিশের মাধ্যমে ফরেনসিক বিভাগে পরীক্ষা করাতে আসা একাধিক নারীর স্বাক্ষাতকারের মাধ্যমে। এমনকি তাদের ধর্ষনও প্রমানিত হয়নি।