পাবনার-নগরবাড়ি মহাসড়কের সুজানগর উপজেলার আমিনপুর থানাধীন বিরাহীম নামক স্থানে ট্রাকের চাপায় তিনজন মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত মটরসাইকেল আরোহীরা হলেন সুজানগরের তেবিলা গ্রামের সাজাই শেখের ছেলে রফিকুল ইসলাম ডাব্লু (৩০), বিরাহীমপুর গ্রামের রমজান আলীর ছেলে মোক্তার হোসেন (২৮) ও সাঁথিয়া উপজেলার আত্রাই গ্রামের দুলাল খানের ছেলে ইশা খান (৩০)।
আমিনপুর থানার কর্মকর্তা ইনচার্জ মমিনুল ইসলাম (পিপিএম) জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই ডাব্লু, মোক্তার ও সাজাই কাশীনাথপুর থেকে একটি মটরসাইকেলযোগে পাবনা যাচ্ছিলেন। মটরসাইকেলটি পাবনা-নগরবাড়ি মহাসড়কের বিরাহীমপুর নামকস্থানে পৌঁছালে পিছন দিক থেকে আসা সিমেন্ট ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মটরসাইকেলের উপর উঠে পড়ে। এতে ঘটনাস্থলেই চাপা পড়ে ওই তিন মটরসাইকেল আরোহী নিহত হন। পুলিশ ঘাতক ট্রাককে আটক করেছে। এ ব্যাপারে আমিনপুর থানায় একটি মামলা হয়েছে। নিহতদের পরিবারের অনুরোধে ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে থানা পুলিশ জানান।