নওগাঁর রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় দেড় লক্ষ টাকার মাছ নিধন করা হয়েছে। রোববার রাতে উপজেলার ক্ষুদ্র বেলঘড়িয়া গ্রামে এঘটনা ঘটে। এ ঘটনায় রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ওই গ্রামের পুকুর মালিক ছামছদ্দীন কাজীর ছেলে তৌহিদুল ইসলাম জানান,তার বাড়ীর পার্শ্বে প্রায় সোয়া দুই বিঘা জলাশয়ের চাষকৃত পুকুরে পূর্বশত্রুতার জে¦র ধরে বিষ প্রয়োগ করা হয়েছে। এতে পুকুরে থাকা পাবদা,সিং,সিলভার,কাতলাসহ বিভিন্ন প্রজাতির প্রায় দেড় লক্ষ টাকার মাছ মারা যায়। এ ঘটনায় গতকাল সোমবার দুপুরে রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
রাণীনগর থানার ওসি (ভারপ্রাপ্ত) মাহাবুব আলম বলেন,এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্তের জন্য অফিসারকে পাঠানো হয়েছে। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।