নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে ডিজিটাল কারচুপির অভিযোগ উঠেছে। গত দুই মাস ধরে লো ভোল্টেজের কারণে যন্ত্রপাতিতে বেশি এম্পিয়ার লাগছে। ফলে মিটার বেশি ঘুরায় গ্রাহকদেরকে অতিরিক্ত বিদ্যুত বিল গুনতে হচ্ছে। বিদ্যুতের ভোল্ট ২২০ এর পরিবর্তে ১৮০ থেকে ২০০ প্রদান করা হচ্ছে। ডিজিটাল উপায়ে বিদ্যুত চুরির এমন একটি পোষ্ট ফেসবুকে ভাইরাল হয়েছে। এভাবে গ্রাহকদের কাছ থেকে বেশি অর্থ হাতিয়ে নেয়ায় অনেকে বিরুপ কমেন্ট করছেন।
হাবিবুল ইসলাম নামে একজন স্কুল শিক্ষক তার ফেসবুকের বিদ্যুৎ চুরির ওই পোষ্ট সম্পর্কে জানান, ভোল্ট কম থাকলে এম্পিয়ার বেশি লাগবে, তখন ডিজিটাল মিটারে বিদ্যুৎ বিল বেশি আসবে। লো ভোল্টেজে যন্ত্রপাতিতে এম্পিয়ার বেশি লাগবে এটতো বিদ্যুতের সূত্র, আর এস্পিয়ার বেশি লাগলে বিল বেশি আসবে, যা সাধারণ মানুষ কখনো চিন্তা করবে না। এটা হলো ডিজিটাল উপায়ে বিদ্যুৎ চুরি। ডিজিটাল বিদ্যুত চুরির এ স্টাটাসে অনেকে জনস্বার্থে আইনি ব্যবস্থাসহ এর প্রতিকারের জন্য বিভিন্ন মন্তব্য করেছেন। কিশোরগঞ্জ শহরের ভ্যারইটিস ষ্টোরের মালিক শফি মিয়া, মুন্সিপাড়ার আবু তাহের ও কলেজ পাড়ার আবু মুঈদ সিদ্দিকি সহ অনেকে জানান, একই ইলিকটনিক্্র যন্ত্রপাতি ব্যবহার করে আগে এনালক মিটারের চেয়ে এখন ডিজিটাল মিটারে বেশি বিল দিতে হচ্ছে। এ ব্যাপারে কিশোরগঞ্জ বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী আশিকুর রহমান মুঠোফোনে জানান, লং ডিসটেন্স ও মেইন গ্রিড থেকে ৩৩ মেগাওয়াট এর পরিবর্তে ২৫/২৬ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ায় লো ভোল্টেজ হচ্ছে। তিনি লো ভোল্টেজে এম্পিয়ার বেশি লাগার কথা স্বীকার করে বলেন, এর সঙ্গে বিদ্যুতের বিল বেশি আসার কোন সম্পর্ক নেই। উল্লেখ্য, গত দুই মাস ধরে এ উপজেলায় বিদ্যুতের লোডসেডিং ও লো ভোল্টেজের কারণে সাধারণ গ্রাহকরা অতিষ্টি হয়ে উঠেছেন।