নীলফামারীর সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা সাহারা খাতুন ও ছেলে সোহেল’র মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত ৮ জুলাই সকালে শহরের মহিলা কলেজ সংলগ্ন মুন্সিপাড়ায় ওই দুর্ঘটনা ঘটে। জানা যায়, সকালে ঘুম থেকে উঠে মা গ্রিলের দরজা খোলার জন্য হাত দিলে সে আটকা পড়ে। মাকে বৈদ্যুতিক স্পর্শে আটকা পড়া দেখে ছেলে সোহেল মাকে জড়িয়ে ধরলে সেও আটকা পড়ে মারা যায়। এলাকাবাসী জানায় বৃষ্টির কারণে বাড়ির বৈদ্যুতিক তার হয়তো কোথায় ফুটো হয়ে লোহার গ্রিলের দরজায় সংযুক্ত হয়। আর ওই দরজায় হাত দেয়ার কারণে মা ও ছেলে ঘটনাস্থলেই মারা যায়। সোহেল একটি কাপড় দোকানের কর্মচারী ছিলো। বাবা নেসার আহমেদে দীর্ঘদিন থেকে অসুস্থ অবস্থায় পড়ে আছে। মা ছেলের মৃত্যুর বিষয়টি ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।