লক্ষ্মীপুরে অবৈধ দখলদারদের হাত থেকে সরকারী সম্পত্তি উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। সোমবার সকাল থেকে মাদাম ব্রীজ এলাকা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এ অভিযানের নেতৃত্বে রয়েছে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হানিফ। তবে জেলা সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার নাজমুল হক জানান, সড়কের দু-পাশে প্রায় ৫শতাধিক অবৈধভাবে স্থাপনা গড়ে উঠেছে। দীর্ঘদিন ধরে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য নোটিশ ও মাইকিং করা হলেও তা সরিয়ে নেয়া হয়নি।
এসব স্থাপনার মধ্যে বহুতল ভবন রয়েছে। সকাল থেকে অভিযান শুরু হয়েছে। এ দিকে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা ও আইনশৃংখলা বাহিনী নিয়োজিত রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হানিফ জানান,সরকারী সম্পত্তি উদ্ধারে জেলা প্রশাসনের অভিযান শুরু হয়েছে। এসব সম্পত্তি উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।