জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের ছেলের বউ মেরিনা শোয়েবকে নিজ বাসায় গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। মেরিনা শোয়েব বর্তমানে রাজধানীর ল্যাব এইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
ধানমণ্ডি জোনের অতিরিক্ত উপ-কমিশনার আবদুল্লাহীল কাফি বলেন, রোববার রাতে ধানমণ্ডিতে নিজ বাসায় গুলিবিদ্ধ হন তিনি। রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবার প্রাথমিকভাবে ধারণা করছে, মেরিনা শোয়েব আত্মহত্যার চেষ্টা করেছেন। স্বামীর লাইসেন্স করা অস্ত্র দিয়ে তিনি নিজের পেটে গুলি চালান।