বগুড়া শাজাহানপুরে ইউপি সদস্যার ছেলে কর্তৃক সরকারী রাস্তার গাছ কর্তনের অভিযোগ উঠেছে। উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্যা মর্জিনা বেগমের ছেলে মোঃ মাফি (৩২) ডোমনপুকুর-মানিকদিপা রাস্তা থেকে ৫টি শিশু গাছ (যার অনুমান মূল্য ১০হাজার টাকা) কেটে স্থানীয় খরনা বাজারের পশ্চিমপার্শ্বে একটি খড়ির আড়তে তা বিক্রি করেছে বলে স্থানীয় সূত্রে জানাগেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গাছের কাঁটা অংশ জব্দ করেছে। এ বিষয়ে ইউপি সদস্যা মর্জিনা বেগম জানান, তিনি ইউপি সদস্যা থাকাকালীন সময়ে ওই গাছগুলো রোপন করেছিলেন। তাই তার প্রয়োজনে তিনি গাছগুলো কেটে নিচ্ছেন। তবে সরকারী কোন দপ্তর থেকে কাছ কাটার কোন অনুমোদন নেন নি। এ বিষয়ে শাজাহানপুর থানার এসআই সুশান্ত কুমার জানান, ঘটনাস্থল পরিদর্শন করে গাছগুলো জব্দ করে খরনা আড়ত মালিক আবদুল আজিজের জিম্মায় দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফুয়ারা খাতুন জানান, অনুমোদন ছাড়া সরকারী রাস্তার গাছ কর্তন গুরুতর অপরাধ। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।