পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রী কলেজের জীব বিজ্ঞান বিভাগের প্রভাষক জাহানারা খাতুন গত শনিবার সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর পাটকেলঘাটা অফিসের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হওয়ার ঘটনায় পাটকেলঘাটার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে এক বিশাল মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০ টায় খুলনা-সাতক্ষীরা মহসড়কের পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলটি বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি পাটকেলঘাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে থানার সকল স্কুল, কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষক সমিতির শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রভাষক মোস্তাফিজুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা বাকশিসের সভাপতি তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যাক্ষ আবদুর রহমান, সাতক্ষীরা সিমান্ত আদর্শ কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক, শালিখা ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, সুভাষিনি ডিগ্রী কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, শহিদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, কুমিরা মহিলা কলেজের উপধাক্ষ শহিদুল ইসলাম, মুক্তিযুদ্ধের বাস্তবায়ন মঞ্চের সভাপতি এ্যাড. আবদুস সামাদ, কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা, পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রী কলেজের অধ্যাপক সুব্রত কুমার দাশ, স ম আতিয়ার রহমান, আবদুল গফ্ফার, নাজমুল হক, সুভাষিনি কলেজের অধ্যাপিকা শাহিনা আক্তার বিলকিস, কুমিরা মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক আসাদুল হক, প্রসান্ত রায়, তালা মুক্তিযোদ্ধা কলেজের অধ্যাপক শফিকুল ইসলাম, ছাত্র সংগ্রাম পরিষদের নেতা জাহিদ হাসান, একরামুল হক রায়হান প্রমুখ। ওই মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা ট্রাক চাপায় পিষ্ট করে প্রভাষক রহিমা খাতুনের হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শস্তি দাবী করেন। নিরাপদ সড়ক, পাটকেলঘাটা ওভারব্রীজ থেকে পাটকেলঘাটা হারুণ অর রশিদ কলেজ পর্যন্ত মহাসড়কের দু’ধারে অবৈধভাবে রাখা বালু, ইট, কাঠ, যানবাহন, দোকানপাট উচ্ছেদ ও পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রী কলেজের সামনে স্পিড ব্রেকার ও যাত্রী ছাউনি কার্যকরার দাবী জানান।
উল্লেখ্য, শনিবার (৬ জুলাই) সকল সাড়ে ১০ টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মজুমদার ফিলিং স্টেশনের একটি তেলবাহী ট্রাক তাকে বহনকারী ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়। জাহানারা খাতুন তালা পাটকেলঘাটা থানার নওয়াপাড়া গ্রামের শাহাদাত হোসেনের স্ত্রী। এ ঘটনায় পাটকেলঘাটা থানায় ঘাতক ট্রাক ড্রাইভার শ্যামনগর থানার নূরনগর গ্রামের মৃত নাজের আলী কারিগরের পুত্র নজরুল ইসলাম ও তার হেলপার একই গ্রামের আবদুল বারীর পুত্র আহম্মদুল্লাহ’র বিরুদ্ধে শনিবার রাতে ৩০২ ধারায় একটি মামলা হয় মামলা নং-৩।