গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গনতান্ত্রিক জোটের ডাকা দিনাজপুরে অর্ধদিবস হরতাল পালন করেছে বামদল।
গতকাল রবিবার সকালে বৃষ্টির মধ্যেই কিছুক্ষন শহরের মডার্ন মোড় এলাকায় পিকেটিং দেখা যায়। হরতাল চলাকালে খন্ড বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটিকে পুলিশ বাধা প্রদান করলে জোট নেতাদের সাথে বাক-বিতন্ডা হয়।
পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দিনাজপুর প্রেসক্লাবের সামনে সমাবেশ পালন করে।
তবে বাম জোটের ডাকা এই হরতালে জনজীবনে কোনও প্রভাব পড়েনি। কোন অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন ছিল।
দিনাজপুর প্রেসক্লাবের সামনে সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দিনাজপুর জেলা শাখার সভাপতি এ্যাড. মেহেরুল ইসলাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্কসবাদী দিনাজপুর জেলা শাখার সদস্য এ.এস.এম.মনিরুজ্জামান মনির, ইউনাইটেড কমিউনিষ্ট লীগ দিনাজপুর জেলা শাখার সদস্য কমরেড শাহিন, বাসদের হাসনাতসহ আরও অনেকে বক্তব্য রাখেন।