দিনাজপুরের ফুলবাড়ীতে ‘বই পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ ‘বই পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় ফুলবাড়ী জি.এম পাইলট উচ্চ বিদ্যালয়, সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজিয়েট উচ্চবিদ্যালয়ের মোট ৩২ জন শিক্ষার্থীদের অংশগ্রহনে ৬ষ্ঠ-৮ম শ্রেণি পর্যন্ত-ক বিভাগ ও ৯ম-১০ম শ্রেণি পর্যন্ত-খ বিভাগ এই দুই ক্যাটাগরিতে ‘বই পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় ক ক্যাটাগরিতে বিজয় গুপ্ত ১ম, অংকিতা প্রামাণিক ২য় ও রাহিনা মোস্তফা ৩য় এবং খ ক্যাটাগরিতে শিহাব শাহরিয়ার ১ম, মৌমিতা ইয়াসমিন ২য় ও মোছাঃ তিথি ৩য় স্থান অধিকার করে।
প্রতিযোগিতা শেষে জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারি লাইব্রেরিয়ান মাহাবুবা আক্তার এর সভাপতিত্বে পুরুষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সালাম চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন,মাধ্যমিক শিক্ষা অফিসার, শমসের আলী মন্ডল ও বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মাসুদুর রহমান প্রমুখ।