দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে নিয়োগের দাবীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকের সামনে ফুলবাড়ী-পার্বতীপুর সড়কে অবরোধকালে আন্দোলনরত শ্রমিকদের উপর লাঠি চার্জ, ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এসময় উন্নয়ন কাজের শ্রমিক অধিকার আন্দোলনের সভাপতি হাবিবুর রহমান ও সাধারন সম্পাদক আবু সাঈদসহ ১০ জন আন্দোলনকারী শ্রমিক নেতাকে আটক করেছে পুলিশ।
পুলিশের লাঠিচার্জে ২০জন শ্রমিক আহত হওয়ার দাবী করেছে আন্দোলনকারীরা।
তবে পুলিশ বলছেন, আন্দোলনকারীদের বারবার অনুরোধ করেও সড়ক থেকে সরে না যাওয়ায় তাদেরকে ধাওয়া দিয়ে তুলে দেয়া হয়েছে।
নিয়োগের দাবীতে গত শনিবার থেকে শুরু হওয়া শ্রমিকদের অবরোধ কর্মসুচির দ্বিতীয় দিনে গতকাল রবিবার বেলা ১১টায় এই লাঠি চার্জ ও ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পলিশের হাতে আটক হওয়া অন্যান্যরা হলেন, আরিফুল ইসলাম, মাজেদুল ইসলাম, মনোয়ার হোসেন, আবদুল আজাদ, মমিনুল ইসলাম, মাজেদুল হক, জিয়াদুল হক ও শাহিনুর রহমান।
এদিকে, আগামি ২৪ ঘন্টার মধ্যে আটক করা শ্রমিক নেতাদের মুক্তির দাবী করে আবারো কঠোর আন্দোলনের ঘোষনা দিয়েছেন আন্দোলনকারী শ্রমিকরা।
পুলিশের লাঠিচার্জ ও ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনার পর আন্দোলরত শ্রমিকরা সংগঠিত হয়ে বড়পুকুরিয়া কয়লা খনি বাজারে বিক্ষোভ মিছিল করে এই কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন শ্রমিক অধিকার আন্দোলন কমিটির যুগ্ম সাধারন সম্পাদক কবি শাহাজান।
এসময় কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম, আরিফ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফুলবাড়ী শাখার সাধারন সম্পাদক নুর আলমসহ অনান্য শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সুলতান মাহমুদ বলেন আন্দোলনকারীরা দাবী আদায়ের নামে ফুলবাড়ী-পাবর্তীপুর সড়ক অবরোধ করে যান চলাচলের বিঘœ ঘটনায়। এতে করে জনদুর্ভোগের সৃষ্টি হয়। এই কারণে তাদের মৃদু ধাওয়া দিয়ে সেখান থেকে তুলে দিয়ে ফুলবাড়ী-পার্বতীপুর সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে অতিরিক্ত পুলিশ ও অনান্য আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটের উন্নয়ন কাজের স্থানীয় অভিজ্ঞ শ্রমিকরা উৎপাদন কাজে কর্মী হিসাবে নিয়োগের দাবীতে গত শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকের সামনে, ফুলবাড়ী-পার্বতীপুর সড়কে অবস্থান নিয়ে তাদের পুর্ব ঘোষিত এই অবরোধ কর্মসূচি শুরু করে।