অনতিবিলম্বে গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করা না হলে আগামী ১৪ জুলাই বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মস্ত্রণালয় ঘেরাও করবে বাম গণতান্ত্রিক জোট। আর ১৯ জুলাই প্রতিনিধি সম্মেলন করবে রাজনৈতিক এই জোটটি।
রবিবার আধাবেলা হরতাল পালন শেষে পল্টন গোল চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে এ কর্মসূচির ঘোষণা দেন জোটের সমন্বয়ক মোশারফ হোসেন নান্নু।১৪ ও ১৯ জুলাইয়ের কর্মসূচি ঘোষণার পাশাপাশি লাগাতার কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জোটটি। সেই সঙ্গে গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরকার সরে না আসলে সারাদেশ অচল করে দেয়া হবে বলেও হুমকি দেয় বাম গণতান্ত্রিক জোট।
কর্মসূচি ঘোষণার সময় মোশাররফ হোসেন নান্নু বলেন, সরকার অনতিবিলম্বে যদি গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না করে, তাহলে আগামী রবিবার সকাল ১১ টায় ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ এবং জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করা হবে। একই সঙ্গে সারাদেশে জেলা-উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এরপরও সরকার যদি সিদ্ধান্ত থেকে সরে না আসে, তাহলে ১৯ জুলাই বাম গণতান্ত্রিক জোট ঢাকা প্রতিনিধিসভা করে দেশব্যাপী লাগাতার আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করবে দাবি মেনে নিতে।সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, দেশের মানুষ কোনো সময়ই মাফিয়াদের থেকে মুক্ত হতে পারেনি। যে সরকার ক্ষমতায় এসেছে তারাই লুটপাট করেছে। এর আগের সরকার বলেছিল দেশ নাকি তেলের ওপর ভাসছে। তারা ভারতে তেল রফতানির কথা বলেছিল। বর্তমান সরকার নিজেদের গ্যাসের কথা ভুলে যেয়ে এলএনজি আমদানি করতে গ্যাসের দাম বাড়িয়ে দিতে চায়। এতে কারখানার পণ্য উৎপাদনে ব্যয় বেড়ে যাবে, এর চাপ আসবে জনগণের ওপর।
তিনি বলেন, সরকার গণগন্ত্রের নির্বাসন দিয়ে এখন সম্পদের অপব্যবহার করতে চায়। আমরা সাম্রাজ্যবাদ সরকারের পতন ঘটিয়ে আইনের শাসন, গণতন্ত্র ফিরিয়ে আনব।বাসদ সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান বলেন, দেশের গুটিকয়েক লুটেরা গোষ্ঠীর স্বার্থে উন্নয়নের চমকের নিচে জনগণের দুর্ভোগ যেমন চাপা দেওয়া সম্ভব হয়নি, তেমনি কয়েকটি গাড়ি-ঘোড়া রাস্তায় নামিয়ে হরতালের পক্ষে জনগণের সমর্থনকে অস্বীকার করা এই শাসকদের পক্ষে সম্ভব হয়নি।
সমাবেশে আরো বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ককারী জোনায়েদ সাকি, বিপ্লবী কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিপিবির প্রেসিডিয়াম সদস্য কাফি রতন, যুগ্ম সম্পাদক জহির চন্দন প্রমুখ।