নওগাঁর মান্দা উপজেলার রামনগর উচ্চ বিদ্যালয়ে অ্যাকাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে টেলিকনফারেন্সের মাধ্যমে এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি।
এ উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রনজিত কুমার, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল হক, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজল হোসেন, ছাত্রলীগনেতা সবুজ হোসেন প্রমুখ।
সংশ্লিষ্ট সুত্র জানান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৭৫ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ে চারতলা ফাউন্ডেশন বিশিষ্ট একতলা ভবন নির্মিত হবে।