গ্যাসের মুল্য বাড়ার প্রতিবাদে বাম দলের ডাকা হরতালের প্রভাব পরেনি বিভাগীয় শহর বরিশালে। তবে হরতাল সমর্থনাকারীরা বৃষ্টিতে ভিজেই হরতালের সমর্থনে সড়কে অবস্থান নিয়েছেন। রবিবার ভোর ছয়টা থেকে নগরীর সদর রোডের কাকলীর মোড় ও জেলখানার মোড় এলাকায় যান চলাচল না করার জন্য চালকদের অনুরোধ করে হরতাল পালনকারীরা। এ ছাড়া সকাল সাড়ে ছয়টায় জেলখানা মোড়ে হরতালের সমর্থনে হাতে লাল পতাকা নিয়ে মিছিল বের করা হয়। পরে সকাল পৌনে সাতটার দিকে নগরীর কাকলীর মোড় এলাকায় যানচলাচল না করার আহবান জানিয়ে মিছিল করে বাম গণতান্ত্রিক জোট। পরে সকাল সোয়া আটটার দিকে পুলিশ কাকলীর মোড়ে অবস্থান নিয়ে হরতাল সমর্থনকারীদের হটিয়ে দেয়ার চেষ্টা করলে উভয়ের মধ্যে বাগ্বিতন্ডা হয়। তবে হরতালকারীরা বলছে, কোন পিকেটিং নয়, হরতালের বিষয়বস্তু জনগন ও চালকদের বুঝিয়ে তাদের যানবাহন না চালনার জন্য অনুরোধ করা হয়েছে।
গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নিলু বলেন, এ হরতালে রাষ্ট্রের প্রতিটি জনগনের সমর্থন থাকা উচিত। কারণ এ হরতাল শুধু আমাদের নয়; রাষ্ট্রের প্রতিটি জনগনরে জন্য। আজ গ্যাসের দাম বাড়লে যানবাহনের ভাড়া, বিদ্যুৎসহ গ্যাস দিয়ে উৎপাদিত সকল কিছুর দাম বাড়বে। যার প্রভাব প্রতিটি মানুষকেই ভোগ করত হবে।
তবে এই হরতালে নগরীর জীবন যাত্রায় কোন প্রভাব পরেনি। লঞ্চ, বাস, বিভিন্ন গণপরিবহন চলাচলসহ সবকিছুই স্বাভাবিক রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিমুখর আবহাওয়ার মধ্যদিয়ে নগরীর ব্যস্ততা স্বাভাবিকভাবে বাড়তে থাকে। স্কুল-কলেজ, অফিস-আদালতে যথাসময়ে কার্যক্রম চলেছে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় নগরীতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিলো।