রাজশাহীর মোহনপুরে নবাগত রাজশাহী জেলা প্রশাসকের মতবিনিময় সভায় নানা অনিয়মের অভিযোগ করেন বক্তারা। মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম তার বক্তব্যে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স বিষয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন। তার বক্তব্য শেষে জেলা প্রশাসক মো: হামিদুল হক সাথে সাথে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি কেউ উপস্থিত আছেন কি না জানতে চাইলে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (দায়িত্বপ্রাপ্ত) জুনিয়র কনসালটেন্ট শিশু ডাক্তার ইসমাইল হোসেন খান বলেন প্রতিনিধি হিসেবে মেডিকেল কর্মকর্তা ডাক্তার মর্জিনা খাতুনকে পাঠানো হয়েছিল। বসার জন্য আসন না থাকায় তিনি চলে আসেন।
বাকশিমইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল আলম তার বক্তব্যে রাজশাহী-নওগাঁ মহাসড়কের চারলেন পাকা রাস্তা উন্নীতকরণ কাজ ধীরগতিতে হওয়ায় পথচারীরা নানামুখি হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ তোলেন। অপরদিকে মৌগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন বিশ্বাস তার বক্তব্যে বলেন, উপজেলার বিভিন্ন স্থানে কৃষি ফসলী জমি নষ্ট করে অবৈধ পুকুর খনন চলছে। ওই সকল অবৈধ পুকুর খনন বন্ধের জন্য তিনি জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।
গতকাল রোববার মোহনপুর উপজেলা হলরুমে প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক মো: হামিদুল হক। বিশেষ অতিথি ছিলেন মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালাম, ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান, রিক্তা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, মোহনপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো: মোস্তাক আহম্মেদ, কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, প্রসাশনের সকল স্তরের কর্মকর্তা, শিক্ষক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, গণ মাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।